Official

প্রশ্ন: বাংলাদেশ কোড কী?

উত্তর : বাংলাদেশ কোড হলো বাংলাদেশে বলবৎ সকল আইনের সংশোধিত, অভিযোজিত এবং নির্ভরযোগ্য পাঠের কালানুক্রমিক সংকলিত প্রকাশনা।

প্রশ্ন: বাংলাদেশ কোডে কোন সাল থেকে আইন সংকলন শুরু হয়?

উত্তর : বাংলাদেশ কোডে ১৮৩৬ সালের ১১ সেপ্টেম্বর হতে আইন সংকলন করা হয় এবং প্রথম সংকলিত আইনের শিরোনাম ডিস্ট্রিক্ট এ্যাক্ট, ১৮৩৬ (১৮৩৬ সনের ২১ নং আইন)।

প্রশ্ন: বাংলাদেশ কোডের ৩৮ ভলিউমে সর্বমোট কতটি আইন, অধ্যাদেশ ও রাষ্ট্রপতির আদেশ সংকলিত হয়েছে ?

উত্তর : বাংলাদেশ কোডের ৩৮ ভলিউমে ১১ সেপ্টেম্বর ১৮৩৬ খ্রিস্টাব্দ হতে জানুয়ারি ২০০৭  পর্যন্ত সর্বমোট ৯৫৬ টি আইন, অধ্যাদেশ এবং রাষ্ট্রপতির আদেশ সংকলিত হয়েছে।


প্রশ্ন: যে কোন আইন,অধ্যাদেশ বা রাষ্ট্রপতির আদেশ বাংলা এবং ইংরেজী উভয় ভাষায় দেখা যাবে
কী ?

উত্তর : বর্তমানে লজ অব বাংলাদেশ ওয়েব সাইটে যে কোন আইন, অধ্যাদেশ ও রাষ্ট্রপতির আদেশকে ইংরেজী এবং বাংলা উভয় ভাষায় পাঠের সুবিধা নেই। এর কারণ হচ্ছে, ১৮৩৬ খ্রীস্টাব্দ হতে ১৯৮৬ খ্রীস্টাব্দ পর্যন্ত আইনসমূহ ইংরেজীতে এবং ১৯৮৭ খ্রীস্টাব্দ হতে বাংলা ভাষায় প্রণীত হয়েছে ।

No comments:

Post a Comment